পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ
উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বন্যাকে ‘পরিকল্পিত
বন্যা’ বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ডিভিসিকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার হুগলির
পুরশুঁড়ায় গিয়ে ডিভিসিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা অভিযোগ, ‘ম্যান মেড বন্যা,
পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে’।
এদিন পাঁশকুড়া-উদয়নারায়ণপুর বন্যা
পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী
বলেন, ইচ্ছে করে বাংলাকে ডোবাচ্ছে
ডিভিসি।ঝাড়খণ্ডকে বাঁচিয়ে বাংলাকে ডোবানো হচ্ছে। ড্রেজিং না করার কারণে কমেছে জলধারণ ক্ষমতা, রাজ্যে ৫০ লক্ষ মাটির বাড়ি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুরাহা হয়নি।
এদিন বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা
করেন। মমতা বলেন, আমি আমার সাধ্যমতো করেছি। মেডিক্যাল ক্যাম্প খোলা
দরকার। ১০টি গ্রাম পঞ্চায়েতের ১১২টি
গ্রাম জলমগ্ন। সব সীমা ছাড়িতে গেছে ডিভিসি, কেন্দ্র তিন বছর ধরে টাকা দিচ্ছে না। এটা রাজনীতির সময় নয়।
বন্যা দুর্গত এলাকা থেকেই ফের
চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক। জল নামলে সাপের উপদ্রব, মশা মাছির উপদ্রব বাড়বে। অনেক রোগ দেখা দেবে। আপনারা কাজে
ফিরে আসুন। বন্যায় মানুষ আক্রান্ত, প্রাণ বাঁচানোই বড় কাজ।