পাটনা, ৭
সেপ্টেম্বরঃ ছাগল চোর সন্দেহে পিটিয়ে খুন বিহারে। মৃতের নাম রোহিত কুমার
(২৪)। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক যুবক। পঁচিশ বছরের রাহুল কুমার পাসোয়ানকে আশঙ্কাজনক
অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিহারের বেগুসরাই জেলার ঘটনা।
অভিযোগ, বেগুসরাই জেলার ভবনন্দপুর গ্রামের বাসিন্দা মনোজ পাসোয়ান
একটি ছাগল চুরি করে পালিয়ে যাচ্ছিল। ওই সময় তার মোটর বাইকটি একটি রোড ডিভাইডারে
ধাক্কা মারে। তখনই তাকে ধরে ফেলে উন্মত্ত জনতা। তাঁর সঙ্গে ছিল রোহিত কুমার। তাকেও
পাকড়াও করে স্থানীয়রা। উত্তেজিত জনতা ধৃত দু’জনকে একটি গাছে বেঁধে লাঠি ও লোহার রড
দিয়ে পিটিয়ে পেটাতে থাকে। গুরুতর জখম হয় দু’জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় রোহিত কুমারের (২৪)।
মৃতের পরিবারের দাবি, ছেলে
স্থানীয়দের বলেছিল, সে রাহুলের সঙ্গে এক জায়গায় যাচ্ছিল। হঠাৎ একটি
ছাগল তাদের মোটরবাইকের চাকায় আটকে যায়। স্থানীয়রা তাদের ছাগল চোর সন্দেহে
গণপিটুনি দেয়।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর
পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। বেগুসরাইয়ের
পুলিশ সুপার মনীশ জানিয়েছেন, “মৃত রোহিত রাজস্থানে দিনমজুরের কাজ করতেন। তিনি
সম্প্রতি তার নিজের গ্রাম বিহারের বীরপুরে এসেছিল। শুক্রবার চোর সন্দেহে উত্তেজিত
জনতা রোহিত ও তার সঙ্গীকে ধরে মারধর করে। যারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে
তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”