বিশেষ প্রতিবেদন: চাঁদের এত স্পষ্ট ছবি আগে কখনও দেখেনি
মানুষ! কুর্দ জ্যোতির্বিদ্যা ফটোগ্রাফার দারিয়া কাওয়া মির্জা চাঁদের সবচেয়ে উন্নত
বা আধুনিক এই ছবিটি তুলেছেন। এই ছবিতে চন্দ্রপৃষ্ঠের গহ্বর ও দাগগুলিকে অনেক বেশি স্পষ্ট
দেখা গিয়েছে। ছবিটি তুলতে সময় লেগেছে টানা চার
দিন। দারিয়া কাওয়া মির্জা চাঁদের এই ছবিটিকে ‘স্বচ্ছ ও তীক্ষ্ণ’
বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি ছিল চার দিনের
একটানা পর্যবেক্ষণ ও শুটিংয়ের ফল। এই চিত্রটি ইনস্টাগ্রামে পোস্ট করে কিছু আকর্ষণীয় তথ্য
প্রকাশ করেন ফটোগ্রাফার। তিনি জানান, চাঁদের
এই ছবিটির সাইজ প্রায় ৭০৮ জিবি। ছবিটি তোলা হয়েছে
ক্যানোন ‘ইওএস ১২০০ডি’ ক্যামেরা
দিয়ে ও ছবিটির রেজোলিউশন ১৫৯.৭ মেগাপিক্সেল। চাঁদের সবেচয়ে স্পষ্ট ছবি পোস্ট করে ইন্টারনেটে ব্যাপক
প্রশংসিত হচ্ছেন ফটোগ্রাফার মির্জা।