কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গো মূত্র পানের পরেই প্রবেশাধিকার গরবাতে, বিজেপির সভাপতির মন্তব্য ঘিরে বিতর্ক

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

ভোপাল, ১ অক্টোবরঃ উৎসবকে ঘিরে ফের ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বিজেপি। প্রত্যক্ষভাবে কিছু না বললেও নবরাত্রিতে অনুষ্ঠিত গরবাতে বিশেষ একটি সম্প্রদায়কে লক্ষ্য করে মন্তব্য করলেন ইন্দোরের বিজেপি সভাপতি চিন্টু বর্মা। বিজেপি সভাপতি বর্মার নিদান নবরাত্রিতে গরবা মণ্ডপে  গরুর মূত্র পানের পরেই মিলবে প্রবেশাধিকার।

বিজেপির জেলা সভাপতি চিন্টু বর্মা সাংবাদিকদের বলেছেন, সনাতন সংস্কৃতিতে আচমন (শুদ্ধিকরণ আচার ) অনুশীলনের অনেক তাৎপর্য রয়েছে। আমরা আয়োজকদের অনুরোধ করেছি ভক্তদের গরবা প্যান্ডেলে প্রবেশের অনুমতি দেওয়ার আগে গোমূত্র দিয়ে আচমন করাতে হবে।

এই মন্তব্যের পিছনে যুক্তি দিয়ে বর্মা বলেছেন, অনেক সময় এমন কিছু মানুষ এই ধরনের অনুষ্ঠানে যোগ দেয়, যা বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। আধার কার্ডও এডিট করে নেওয়া হয়। কিন্তু একজন হিন্দু কখনই গো মূত্র পান করার কথা প্রত্যাখ্যান করতে পারবে না।  

কংগ্রেসের সাংসদ, মুখপাত্র নীলাভ শুক্লা কটাক্ষ করে বলেছেন, বিজেপি নেতারা গো বলয়গুলিতে দুর্দশার বিষয়ে নীরব তবে মেরুকরণের রাজনীতিতে আগ্রহী।