পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্যাশ অন ডেলিভারিতে আইফোন দিতে
গিয়ে খুন হলেন ডেলিভারি বয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লখনউতে। জানা গেছে, ২৩ সেপ্টেম্বর ফোনটি ডেলিভার করতে গিয়েছিলেন এজেন্ট ভরত। ক্যাশে দেড় লক্ষ টাকা পাওয়ার কথা ছিল।
কিন্তু মিলল মর্মান্তিক মৃত্যু। ডেলিভারি বয়কে টাকা দেওয়ার পরিবর্তে তাঁকে কুপিয়ে খুন করে
দুই বন্ধু। এরপর দেহটি বস্তাবন্দি করে খালে ভাসিয়ে দেয়।
পুলিশ সূত্রে খবর, ২৩ সেপ্টেম্বর
ঘটনাটি ঘটেছে। গজনান নামের এক ব্যক্তি ফ্লিপকার্ট থেকে দেড় লক্ষ টাকার আইফোন
অর্ডার করেছিল। ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অপশন বেছে ছিলেন তিনি। সেদিন দেড় লক্ষের
আইফোন পৌঁছে দিতে গিয়েছিলেন ভরত। আইফোন হাতে নিয়েই টাকা তো দূর
কি বাত, ডেলিভারি বয়কে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে গজনান ও তার সহযোগী।
প্রথমে শ্বাসরোধ করে খুন পরে কোপানো হয় তাঁর দেহ।
এদিকে দুদিন ধরে খোঁজ না পাওয়ায়
স্থানীয় থানায় মামলা দায়ের করে মৃতের পরিবার।অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে চিনহাট থানার পুলিশ। ভরতের ফোন রেকর্ড ঘেঁটে দেখেন
তদন্তকারীরা। সেখানেই লাস্ট লোকেশন ট্রাক করেন
তাঁরা।
সেই সূত্র ধরেই
গজনান এক বন্ধুর খোঁজ
পান পুলিশ। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ।পুলিশি জেরায় অপরাধের
কথা স্বীকার করেন আকাশ। কেন আর কি ভাবে খুন করা হয় ওই যুবককে সে সব জানায়। সেই
সূত্র ধরেই ইন্দিরা খালে দেহের তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা
বাহিনী। তবে এখনও দেহ পাওয়া যায়নি। সেই সঙ্গে পলাতক গজনানকেও খুঁজছে পুলিশ।