পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা ছিনিয়ে নিল আরও এক যোদ্ধাকে। প্রয়াত হলেন রাজ্যের স্বাস্থ্য-পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিক গৌতম চৌধুরী(৫৬)। করোনা উপসর্গ দেখা দেওয়ায়, মেডিকা হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে গৌতমবাবুর মৃত্যুর খবর জানানো হয়।
প্রথম ও দ্বিতীয় তরঙ্গে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। করোনায় ভ্যাকসিন কিভাবে মানুষের হাতে তুলে দেওয়া যাবে, কখন রাজ্যে পৌঁছবে, সব কিছুই দক্ষতা সঙ্গে দেখভাল করে গেছেন তিনি। প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ১০২ টি অ্যাম্বুলেন্সের দায়িত্বে ছিলেন এই শিশু স্বাস্থ্য আধিকারিক। কেন্দ্রের পাঠানো টিকা এয়ারপর্ট থেকে আনা, বাগবাজারের সেন্ট্রাল হেলথ স্টোরে তা নিয়ে যাওয়া, সেখান থেকে গোটা রাজ্যের সর্বত্র তা কী ভাবে পৌঁছবে সবটাই দেখতেন গৌতমবাবু। সিরাম ইন্সটিটিউট বা ভারত বায়োটেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। ভিনরাজ্য থেকে ভ্যাকসিন নিয়ে আসা ও বণ্টনের দায়িত্বে গৌতম চৌধুরীর ভূমিকা উল্লেখযোগ্য। রাজ্য সরকারের নিখরচায় অ্যাম্বুল্যান্স পরিষেবার দায়িত্বেও ছিলেন স্বাস্থ্য-পরিবহণ দফতরের এই শীর্ষ আধিকারিক।