কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ওরা ‘নিরাপরাধ’, দিল্লি দাঙ্গায় অভিযুক্ত ১০ জনকে রেহাই দিল্লি কোর্টের

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লি দাঙ্গা
(২০২০) ঘটনায় জড়িত সন্দেহে আটক ১০ জনকে রেহাই দিল দিল্লির আদালত। জানা গেছে, অভিযুক্তদের
বিরুদ্ধে পোক্ত কোনও প্রমাণ না পাওয়াই তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। দিল্লির
কারকারডুমা আদালতের  অতিরিক্ত দায়রা জাজা পুলস্ত্য প্রমাচল এদিন
বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পোক্ত কোনও দলিল নেই। তারা আদৌ দাঙ্গার মূল অভিযুক্ত
কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতে পারে।
উল্লেখ্য, এদিন জেলমুক্ত অভিযুক্তরা হলেন, মুহাম্মদ শাহনওয়াজ ওরফে শানু
,  মুহাম্মদ  শোয়েব ওরফে চুটভা,  শাহরুখ, রশিদ ওরফে রাজা, আজাদ, আশরাফ আলী, পারভেজ, মুহাম্মদ ফয়সাল, রশিদ ওরফে মনু এবং মুহাম্মদ তাহিত প্রমুখ।  ১ মার্চ ২০২০ তে অভিযোগের ভিত্তিতে গোকালপুরী
থানায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয় মামলায়। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯,
৪৩৬, ৪৫৪, ৩৯২, ৪৫২, ১৮৮, ১৫৩-এ, ৪২৭ এবং ৫০৬ ধারায় বিচার চলছিল। অভিযোগকারী সতীশ
কুমারের দায়ের করা মামলা অনুযায়ী, দিল্লিতে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি দাঙ্গায় এক
হাজারেরও বেশি সশস্ত্র দাঙ্গাবাজ ব্রিজপুরিতে তাঁর তিনতলা বাড়ি ও সংলগ্ন মোবাইল
দোকানে লুটপাট ও ভাংচুর চালায় । পরে বিকেলের দিকে  আরও ৫০-৬০ জনের একটি ভিড় এসে তাদের হুমকি দেয়
যেন তারা অবিলম্বে বাড়ি ছেড়ে চলে যান
, না হলে জীবন্ত পুড়িয়ে মারা হবে। অভিযুক্তরা সেই দলেরই বলে অভিযোগ। যদিও
কোর্ট এদিন অভিযুক্তদের নিরাপরাধ বলে কারামুক্ত করেন।