পুবের কলম,
ওয়েবডেস্ক: আংশিক কর্মবিরতির কথা জানিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য
ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিয়েছেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা। আর তারপর আজ
শুক্রবার থেকেই কাজে যোগ দিয়েছেন তারা। জানা গেছে, রাজ্যের
বন্যা কবলিত এলাকাগুলিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ওষুধ, জল, ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান
জুনিয়র চিকিৎসকরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের
তিনটি মেডিক্যাল কলেজের তরফে প্রতিনিধি দল বন্যা কবলিত এলাকায় যাচ্ছে। সংশ্লিষ্ট
তালিকায় রয়েছে আরজি কর , বাঁকুড়া এবং
মেদিনীপুর মেডিক্যাল কলেজের একটি করে দল। সঙ্গে নিয়ে যাচ্ছে পানীয় জল, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ।
উল্লেখ্য,
গতকাল স্বাস্থ্য ভবনের সামনে থাকা ধর্নামঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করে
জুনিয়র চিকিৎসকরা জানান, রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ। দিন
প্রতিদিন যা খবর পাচ্ছি রাজ্যের কয়েক জেলা জলের তলায়। সেখানে চিকিৎসক হিসেবে তাঁরা
তাঁদের দায়িত্ব পালন করা উচিত। তাই আমরা আংশিক কর্মবিরতি ঘোষণা দিয়ে আন্দোলন
প্রত্যাহার করলাম।
এছাড়া,
আন্দোলন চলাকালীন আমাদের প্রচুর শুকনো খাবার বেঁচে গিয়েছে। পুরোটাই
বন্যা কবলিত মানুষদের দান করা হবে। এলাকায় করা হবে ক্যাম্প। খোলা হবে অভয়া
ক্লিনিক। নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপলও। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন
কাণ্ডের ৪২ দিনের মাথায় আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানিয়েছেন জুনিয়র
চিকিৎসকরা।