লখনউ, ৭ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের হাথরসে ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি বাস গিয়ে ভ্যানের পিছনে গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানে থাকা ১৫ জনের। মৃতদের মধ্যে রয়েছে এক বছরের শিশুও। শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। আহত অপ্পি (২) ও গুলশান আলীগড় হাসপাতালে ভর্তি ছিল। শনিবার সকালে এই দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও ১৬জন। একটি শোকের অনুষ্ঠান সেরে ভ্যানে করে আগ্রায় নিজের বাড়িতে ফিরছিলেন তারা। শুক্রবার এন এইচ-৯৩ সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
শনিবার হাথরসের জেলাশাসক আশিস কুমার জানিয়েছেন, আহত ১৬ জনের মধ্যে ১১ জন হাথরস, পাঁচজন আলিগড়ের বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন। ভ্যানের মধ্যে পুরুষ ছাড়াও চারজন মহিলা ও বেশিরভাগই শিশু।
ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথ জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার সহ আহতের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুপার নিপূণ আগরওয়াল জানান, বাসটি ভ্যানটিকে ওয়ারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়। জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানওয়ারপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা হাথরস থেকে আগ্রা যাচ্ছিলেন।
ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে ঘটনায় শোকজ্ঞাপন করে মৃতদের প্রতি ২ লক্ষ ও আহতের প্রতি ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। স্থানীয় প্রাশাসনকে আহতদের দ্রুত চিকিৎসার জন্য সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি। শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মু। রাষ্ট্রপতি ট্যুইট করেন, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।