ক্যালিফোর্নিয়া, ১৬ সেপ্টেম্বর: অবরুদ্ধ গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে একটি চিঠিতে অ্যাক্টর্স গিল্ড অফ আমেরিকার সদস্যরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একটি খোলা চিঠিতে, অ্যাক্টর্স গিল্ড অফ আমেরিকার ৭০০ জনেরও বেশি সদস্য ফিলিস্তিনিদের সমর্থনে অ্যাসোসিয়েশনের অবস্থান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা ও ফিলিস্তিনিপন্থী অভিনেতাদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। হলিউড অভিনেতা মার্ক রাফালো, রামি ইউসেফ, সুসান সারান্ডন, মেলিসা ব্যারেরা এবং সিনথিয়া নিক্সন আমেরিকান অ্যাক্টর্স গিল্ডের কয়েক’শ সদস্যের মধ্যে রয়েছেন যারা এই সমিতির নেতৃত্বকে ফিলিস্তিনি জনগণকে সরাসরি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী নিরাপদ এলাকা,স্কুল ও হাসপাতালে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। এই চিঠির আরেকটি অংশে ইসরাইলি শাসকদের দ্বারা কয়েক দশক ধরে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে রাখাসহ ফিলিস্তিনিদের প্রতি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে অভিনেতা সমিতির নীরবতার সমালোচনা করা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইল ফিলিস্তিনের নিরস্ত্র ও মজলুম জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহিদ হয়েছেন, আহত লক্ষাধিক।