জাকার্তা, ৫ সেপ্টেম্বর: ইন্দোনেশিয়া তথা দক্ষিণ–পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ পরিদর্শন করলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইসতিকলাল মসজিদে গিয়ে ৬ ধমের্র নেতার সঙ্গে আন্তঃধর্মীয় বৈঠক করেছেন তিনি। এই বৈঠকে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর বিশেষ জোর দেন। জাকার্তার ইসতিকলাল মসজিদে গ্র্যান্ড ইমাম নাসরুদ্দিন উমরের সঙ্গে পোপের সৌহার্দ্য বিনিময়ের ছবি দেখা গিয়েছে। আন্তঃধর্মীয় বন্ধুত্বের আহ্বান জানিয়ে মসজিদে পোপ ফ্রান্সিস ও ইমাম নাসরুদ্দিন এক যৌথ ঘোষণায় স্বাক্ষরও করেন। এতে ধর্মীয় সহিংসতা মোকাবিলা ও পৃথিবীকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন দুই ধর্মীয় নেতাই। একই দিনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের এক সমাবেশে যোগ দেন পোপ ফ্রান্সিস। তার আগে ইসতিকলাল মসজিদের সঙ্গে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ চার্চের সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ দিয়ে হাঁটেন পোপ ফ্রান্সিস। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ইন্দোনেশিয়া সরকার সুড়ঙ্গটি নির্মাণ করে। ইন্দোনেশিয়া সফরের মধ্য দিয়ে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে দীর্ঘ সফরের সূচনা করেছেন পোপ। মসজিদে গিয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখছে ব্যক্তিস্বার্থ। যখন প্রতিটি জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায় ভ্রাতৃত্বের চেতনায় কাজ করে, তখনই নানা বৈচিত্র্যের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অর্জন করা সম্ভব।’