দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : ইউনেস্কোর উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতনকে বিশ্বের দরবারে তুলে ধরতে তথ্যচিত্র তৈরির জন্য ইউনেস্কোর এক অতিথি দল দুদিন ধরে কাজ করে চলেছে শান্তিনিকেতনে। একবছর আগে বিশ্ব ঐতিহ্যের পালক লেগেছিল কবিগুরুর আশ্রমিক প্রতিষ্ঠানে।
সেই শান্তিনিকেতনকে, বিশ্বভারতী নিয়ে কবিগুরুর ভাবনাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ইউনেস্কোর উদ্যোগে তৈরি হবে তথ্যচিত্র। ইউনেস্কোর কোনও প্রতিনিধি না এলেও ইউনেস্কোর হয়ে এমন একটি তথ্যচিত্র বানানোর জন্য একটি দল দুদিন ধরে ঘুরছে শান্তিনিকেতনে। এই তথ্যচিত্র বানাতে সব ধরনের সহযোগিতা করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ, বলে সূত্রের খবর।
বিশ্বভারতীর সংস্কৃতি, রীতি, ঐতিহ্য তাঁদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। বুধবার উপাসনা গৃহে উপাসনার ভিডিও গ্রহণের মধ্যে দিয়ে তথ্যচিত্র বানানোর কাজ শুরু হয়েছে। এরপর শিক্ষাসত্রে যান ওই দলের সদস্যরা। সারাদিন নানান বিষয় ক্যামেরা বন্দী করেন তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বভারতীর পাঠভবন ঘুরে দেখেন তাঁরা।
খোলা আকাশের নিচে ক্লাসের ছবি ক্যামেরা বন্দী করে দলটি। শান্তিনিকেতনের সংস্কৃতিকে তুলে ধরতে ছাত্র-ছাত্রীদের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বৃক্ষরোপণ থেকে শুরু করে চন্ডালিকার উপস্থাপন হয়। সবটাই হয়েছে অল্প সময়ের মধ্যে।
এ বিষয়ে পাঠভবনের অধ্যক্ষ বোধিরূপা সিংহ জানান, শিক্ষার ক্ষেত্রে সংগীত, নৃত্য, শিল্পকলার ভূমিকা কী! মূলত সেইসব বিষয় বিশ্বের দরবারে পৌঁছে দিতেই নানান মুহূর্ত লেন্স বন্দি করছেন তাঁরা।