কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউব দেখে গলব্লাডার অপারেশন, বিহারে মৃত্যু কিশোরের

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: ইউটিউব দেখে অস্ত্রোপচারের জের। হাতুড়ে ডাক্তারের হাতে প্রাণ খোয়ালেন কিশোর। ঘটনাটি ঘটেছে বিহারের সারানে। জানা গেছে, বেশ কয়েক দিন যাবত পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই কিশোর। বয়স ১৫। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা গলব্লাডার অপারেশনের কথা জানান। ঘটনাপ্রসঙ্গে প্রয়াত কিশোর কৃষ্ণ কুমারের বাবা জানান,

প্রচণ্ড বমি করছিল তাদের ছেলে। ব্যথায় চিৎকার করছিল। ছেলের কাতর অবস্থা দেখে তিনি তাকে গণপতি হাসপাতালে নিয়ে যান। সেই সময় ওই কিশোর টানা বমি করে যাচ্ছিল। কিন্তু চিকিৎসা শুরু হতেই বমি কমে যায়। এর পর চিকিৎসক অজিতকুমার পুরী জানান, অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। অনুমতি না নিয়েই গলব্লাডার অপারেশন শুরু করে বলে অমুমান। অপারেশনের পর ছেলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কিশোরের। বেগতিক দেখে অভিযুক্ত ডাক্তার নিজেই একটি অ্যাম্বুলেন্স বুক করে দ্রুত কিশোরকে নিয়ে ছোটেন পাটনা। কিন্তু মাঝপথেই প্রাণ হারায় কিশোর। তখন হাসপাতালের সিঁড়িতেই ছেলেটির দেহ পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যান ভুয়ো ডাক্তার ও তার সঙ্গীরা। সংশ্লিষ্ট ঘটনায় দায়ের এফআইআর। মূল অভিযুক্তের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গণপতি সেবাসদনের  অন্য কর্মীদেরও খোঁজ চালানো হতে থাকে। কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি।