পুবের কলম,ওয়েবডেস্ক: আর জি করের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী না বড় দিদি হিসেবে এখানে এসেছি। আমি কথা দিচ্ছি কারোর প্রতি অবিচার হতে দেব না। আপনাদের আন্দোলন কুর্নিশ জানায়। আপনারা আমাদের ভাইবোন। আমরা সিদ্ধান্ত নিয়েছি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ থাকবে।
আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি আজ ভেঙে দিয়ে গেলাম। নতুন করে তৈরি করা হবে। বাকি আপনাদের যা দাবি আছে, যদি সত্যি কেউ দোষী হয়, তারা শাস্তি পাবে। দোষীরা আমার বন্ধু নয়। এমনকি শত্রুও নয়। যারা বলছেন ওরা আমার বন্ধু আমি তাঁদের চিনিই না। প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এসেছেন। সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব। আপনারা কাজে ফিরুন। আমি আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেব না।
উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হঠাৎ হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে দেখেই ‘We Want Justice’ স্লোগান. বৃহস্পতিবার সল্টলেকের ধরনা মঞ্চে চলে আসেন তিনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে সেটা আমার কাছে আসে না। আমি তাই জানি না। তবে আপনাদের এতটুকু বলব যারা দোষী তাদের আমি শাস্তি দেব। আমি আপনাদের কষ্ট বুঝি। আমি নিজেও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আমি নিজেও ২৬ দিন আন্দোলনে ছিলাম, সিপিএম-এর কেউ আমাকে একবারের জন্যেও দেখতে আসে নি। এদিন মুখ্যমন্ত্রীর সামনেই মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতির কোনও টেন্ডার আমার কাছে আসেনি। আপনাদের কাছে আসা মানে কোনও ছোট হওয়া নয়। এটাই আমার শেষ চেষ্টা।