পুবের কলম, ওয়েবডেস্কঃ আরজি কর কাণ্ডে গোপন জবানবন্দি সন্দীপ ঘোষ সহ আরও ৬ জনের। এর মধ্যে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া রয়েছে। শিয়ালদা কোর্টে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন।
আরজি কর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চতুর্থ তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক চিকিৎসকের মৃতদেহ। সেই ঘটনায় প্রথমে আত্মহত্যার তত্ত্ব সাজানো হয়েছিল। পরে খুনের মামলা রুজু করা হয়। এরপর যুক্ত হয়েছিল ধর্ষণের মামলা। তার পর থেকেই রাজ্যজুড়ে চাপান উতোর শুরু হয়েছে। রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় নেমেছে বিভিন্ন মহলের মানুষ।
চিকিৎসকরাও কর্মবিরতির ডাক দিয়েছে। ঘটনায় প্রথম থেকেই প্রশ্নের মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালে তার প্রভাব প্রতিপত্তি সন্দেহের তালিকায়। সুপ্রিম কোর্টেও উঠেছে সন্দীপ ঘোষের নাম। তার নামে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।