কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও ভারতে অপরিবর্তিত পেট্রোল-ডিজেল দর

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর:  বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন ব্যারেল পিছু ৭২ ডলারের কাছাকাছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় যা ছিল ১০০ ডলারের থেকে অনেক বেশি। বিশ্ববাজারে এখন তেলের দাম সস্তা হলেও ভারতে তেলের দাম অপরিবর্তিত। প্রশ্ন উঠেছে বিশ্ববাজরে দাম কম থাকলেও কেন ভারতে কমছে না জ্বালানি তেলের দাম?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী অবশ্য যুক্তি দিচ্ছেন জিএসটি নিয়ে। বিরোধীদের অবশ্য বক্তব্য, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকলে ভারতেও তেলের দাম বাড়ানো হয়েছিল। কিন্তু, এখন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও পেট্রোল-ডিজেলের দাম ভারতে অপরিবর্তিত রাখা হয়েছে। এই লাভের টাকা নিজেদের ঘরে তুলছে কেন্দ্র। মানুষের ভোগান্তির কথা তারা ভাবছে না। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর মতে, পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় আনতে পারলে তবেই এই সমস্যার সমাধান হবে। সেটা না হওয়ার জন্য তিনি বিরোধীদেরই দায়ী করেছেন। মন্ত্রী জানান, তিনি নিজেও বহুবার এই প্রস্তাব দিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীও বহুবার সে কথা বলেছেন। ইলাহাবাদের বৈঠকেও বিষয়টি নিয়ে কথা হয়েছিল। সব পক্ষের মতৈক্যের ভিত্তিতেই জিএসটি পরিষদ সিদ্ধান্ত নিয়ে থাকে। রাজ্যগুলির অর্থমন্ত্রীদেরও সে জন্য একমত হতে হবে। কিন্তু, বিরোধীরা এতে সায় দিচ্ছে না। স্বাভাবিকভাবেই জিএসটিকে ইস্যু করে দেশের বাজারে তেলের দাম না কমা নিয়ে অবিজেপিশাসিত রাজ্যগুলির ঘাড়েই দোষ চাপাচ্ছে কেন্দ্র।