পুবের কলম ওয়েবডেস্ক: নাবালক বা নাবালিকা যদি যৌন নির্যাতনের শিকার হয় তবে তাকে বারবার আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা যাবে না। এতে তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। বুধবার একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করে বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ।
বিচারপতিরা বলেন, একজন নাবালিকা যৌন নির্যাতনের শিকার হলে এমনিতেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। একই ঘটনায় বারবার তাকে সাক্ষ্য দেওয়ার জন্যে আদালতে ডাকার কোনও মানে হয় না।
পকসো আইনে অভিযুক্ত এক ব্যক্তি ওড়িশা হাইকোর্ট ও সেখানকার একটি স্পেশাল কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। এক নাবালিকাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে বিবাহ করার পর তাকে ধর্ষণ করে অভিযুক্ত। মামলা দায়ের হওয়ার দু’বছর পর ওই ব্যক্তি আদালতে অনুরোধ করে, নাবালিকাকে ফের ডেকে তার সাক্ষ্য গ্রহণ করার জন্য। স্পেশাল কোর্টে তার আবেদন খারিজ হয়ে যায়। হাইকোর্ট হয়ে এরপর সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বুধবার এই মামলায় ওড়িশা হাইকোর্ট ও স্পেশাল কোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে যৌন নির্যাতনের শিকার নাবালিকারা ভবিষ্যতে অনেকটাই স্বস্তি পাবে বলে মনে করছে ওয়াকিফহাল মহল।