পুবের কলম প্রতিবেদক: রাজ্যের উপর দিয়ে গিয়েছে বিভিন্ন জাতীয় সড়ক। সেগুলিকে গতিশীল করতে নানান উদ্যোগ নেওয়া হয়। তার মধ্যে অন্যতম রাজ্যের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা দিয়ে চলা ১৪ নম্বর জাতীয় সড়ক।
খড়গপুর থেকে মোড়গ্রাম সংযোগকারী এই রাস্তার মোট দৈর্ঘ্য ৩০৭ কিলোমিটার। সম্প্রতি খড়গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত একটি নতুন গ্রিনফিল্ড ইকনোমিক করিডর তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। নতুন এই রাস্তাটি তৈরি হলেও ১৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের প্রয়োজন আছে বলে সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে। তাই বিশেষ পদক্ষেপ করতে চলেছে সরকার।