কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

২১ জন শিশুকে যৌন নির্যাতনে ফাঁসির সাজা হস্টেল ওয়ার্ডেনকে, আরও ২ অভিযুক্ত শিক্ষককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

ইটানগর, ২৬ সেপ্টেম্বরঃ ফুলের মতো শিশুদের সঙ্গেও পাশবিক অত্যাচার! বলা যায় অভিভাবকের পরেই একটি শিশুকে বড় করে তোলার জন্য গুরু দায়িত্ব পালন করেন একজন শিক্ষক। কিন্তু সেই শিক্ষকই যখন সমাজে দাণব হয়ে ওঠে তখন এর থেকে বেশি লজ্জার আর কিছু নেই। নারী সুরক্ষায় বিচারের দাবিতে গর্জে ওঠা সমাজে ফের কলঙ্কের সাক্ষী রাখল অরুণাচল।  

একুশ জন শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনালো অরুণাচল প্রদেশের পকসো আদালত। দোষী সাব্যস্ত ইউমকেন বাগরা।   ইউমকেন সরকারি কারো আবাসিক হস্টেলের ওয়ার্ডেন। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ২১ জন শিশু যাদের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে তাদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ইউমকেন বাগরার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত আরও দুই শিক্ষক। হস্টেলটি শী ইয়োমি জেলায় অবস্থিত। বৃহস্পতিবার ইউপিয়া জেলায় অবস্থিত বিশেষ পকসো আদালতে এই মামলা ওঠে। সেখানে দোষী সাব্যস্ত হয় ওয়ার্ডেন ইউমকেন বাগরা। আদালতের বিচারক ২১ জন শিশুর সঙ্গে যৌন নির্যাতন চালানোর অভিযোগে ইউমকেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ২১ জন নির্যাতিতার মধ্যে ১৫ জন বালিকা। আদালত এই মামলায় জড়িত থাকার জন্য অন্য দুজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।

পুলিশ সুপার রোহিত রাজবীর জানিয়েছেন, ওয়ার্ডেন ইউমকেন বাগরা ছাড়াও এই মামলায় অপর দুই অভিযুক্তের নাম মারবোম এনগোমদি ও সিংতুন ইয়র্পেন। মারবোম একজন হিন্দি শিক্ষক ও সিংতুন ইয়র্পেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। বাগরাকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৮ এবং ৫০৬ এর পাশাপাশি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ধারা ৬, ১০, এবং ১২-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। অপরাধের নৃশংসতার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

গত বছরের ২ নভেম্বর দুই বোন তাদের অভিভাবকদের কাছে অভিযোগ করার পর আবাসিক স্কুলে যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। দুদিন পর জেলার মনিগং থানায় একটি এফআইআর দায়ের করা হয়। গত বছর নভেম্বরে বাগরাকে গ্রেফতার করে পুলিশ। গুয়াহাটি হাই কোর্টের ইটানগর বেঞ্চ ২১ জুলাই স্বতঃপ্রণোদিত মামলায় বাগরাকে দেওয়া জামিন বাতিল করে দেয়।