কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারল গো রক্ষকরা, কফিনবন্দি দেহ ফিরল বাড়ি

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গো রক্ষকদের
দ্বারা পিটিয়ে মারার অভিযোগ উঠলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। গত ২৭ আগষ্ট ঘটনাটি
ঘটেছে হরিয়ানায়। অভিযোগ উঠেছে স্থানীয়
গো রক্ষাকমিটির
দিকে। হরিয়ানার বধরা থানায় এবিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে।

 

জানা গিয়েছে, দক্ষিণ
২৪ পরগণার সুন্দরবনের বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাগির মল্লিক পরিযায়ী শ্রমিক
হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত ২৭ শে আগষ্ট তিনি গো মাংস ভক্ষণ করেছেন
এই সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের
হওয়ার পর তদন্তে নেমে হরিয়ানার পুলিশ আট জনকে গ্রেফতার করেছে বলে খবর। যদিও মৃত
সাগিরের পরিবারের দাবি
, সাগির কখনই গো মাংস ভক্ষণ করেননি বা তাঁর পরিবারের কেউ
গরুর মাংস ভক্ষণ করেন না। শুক্রবার সাগিরের কফিনবন্দি দেহ বাসন্তিতে তাঁর বাড়িতে
পৌঁছায়।

 

এদিন বিকেলে তাঁকে কবরে
সমাহিত করা হয়। এবিষয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ মৃত সাগিরের ভাই
বাবুর আলি মল্লিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মৃত
সাগিরের বাড়িতে বৃদ্ধ বাবা-মা ছাড়াও আছে ভাই
, বোন এবং স্ত্রী ও তিন
বছরের একটি সন্তান। বাসন্তি পঞ্চায়েতের প্রধান শ্রীদাম মণ্ডল এদিন জানান
, পশ্চিমবঙ্গ
থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে অনেকেই বিভিন্ন রাজ্যে যান। কিন্তু এই ধরনের
ঘটনায় তিনি স্তম্ভিত ও মর্মাহত। বিষয়টি তিনি স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডলকে
জানিয়েছেন যাতে এই ঘটনা সংসদে তুলতে পারেন জয়নগরের সাংসদ।