Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার

Puber Kalom

Puber Kalom

Published: 06 June, 2024, 02:42 PM
জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার

পুবের কলম, ওয়েবডেস্ক: ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হলেন গুলজার। ১৭ ফেব্রুয়ারি জ্ঞানপীঠ কমিটি থেকে এই খবর জানানো হল। গুলজার ২০০২ সালে উর্দু ভাষার জন্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান, ২০১৩ সালে দাদাসাহেব ফালকে ও ২০০৪ সালে পান পদ্মভূষণ, ২০১০-এ পান গ্র্যামি অ্যাওয়ার্ডও। এছাড়াও পেয়েছেন প্রায় ৫টি জাতীয় পুরস্কার। বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে গুলজার সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।

সাহিত্য-সংস্কৃতি - এর থেকে আরোও খবর

ক্রুসেড সিরিজখ্যাত আসাদ বিন হাফিজের ইন্তেকাল

জ্ঞানপীঠের সিলেকশন কমিটি জানান, গুলজার সহ এই পুরস্কার দেওয়া হবে সংস্কৃত সাহিত্যিক জগদ্গুরু রামভদ্রাচার্যকেও। গুলজার শুধু একজন গীতিকারই নয়, তিনি একজন চিত্রনাট্যকার এবং মূলত কবি। উর্দু ও পাঞ্জাবি ভাষায় কবিতা লিখেছেন তিনি।

শুধু হিন্দি ছবিতেই নয়, তিনি অন্যান্য ভাষাতেও কাজ করেছেন। ওঁর পরিচালিত ‘কোশিশ’, ‘আঁধি, ‘ইজাজত’, ‘মাসুম’ ইত্যাদি ছবিগুলো সকলের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। ‘বন্দিনী’ ছবির গীতিকার হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন গুলজার। বিমল রায় ও হৃষীকেশ মুখার্জির হাত ধরেই তাঁর বলিউডে পদার্পণ।

জীবন শুরু ছিল বহু স্ট্রাগলের মধ্য দিয়ে। মুম্বই আসার পর একটা গ্যারেজে থাকতেন তিনি। গাড়ি রং করতেন তিনি। একটি সাক্ষাৎকারে গুলজার বলেছিলেন, ওঁর বিভিন্ন ধরনের রং খুব ভালো লাগত। তাই হয়তো এ কাজটা করতে পারতেন।

১৯৩৪ সালের ১৮ আগস্ট জন্ম গুলজারের। হিন্দি ছবির সূত্রে গীতিকার ও চিত্রনাট্যকার হিসেবে পরিচয় তাঁর। পাশাপাশি ‘ইজ্জত’, ‘মাসুম’, ‘মাচিসে’র মতো ছবির পরিচালকও তিনি। যদিও প্রাথমিকভাবে উর্দু ও পাঞ্জাবি ভাষার কবি। একাধিক কাব্যগ্রন্থের প্রণেতা।

Leave a comment

সাহিত্য-সংস্কৃতি - এর থেকে আরোও খবর