আইভি আদক, হাওড়া: সাগর দত্ত
মেডিকেল কলেজে চিকিৎসার ‘গাফিলতি‘তেই মৃত্যু
হয়েছে রঞ্জনা সাউয়ের। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে রবিবার কামারহাটি
থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী।
আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি, ঘোষণা জুনিয়র ডাক্তারদের
মৃতা রঞ্জনা সাউয়ের স্বামীর
সরাসরি অভিযোগ চিকিৎসা প্রক্রিয়ায় কর্তব্যে গাফিলতি করেছেন সাগর দত্ত মেডিকেল
কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সরা।
পাশাপাশি হাসপাতালে ভাঙচুর ও মারামারির ঘটনায়
তারই পরিবারের ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। যা কখনোই কাম্য নয় বলে তাঁর দাবি।
সম্পূর্ণ ঘটনার সঠিক তদন্ত ও বিচারের আবেদন করছেন মৃতার স্বামী নবীন সাউ।