কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

শিখ নেতা নিজ্জরের ঘনিষ্ঠকে হত্যাচেষ্টা, তদন্তে এফবিআই

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

ক্যালিফোর্নিয়া, ২৫ আগস্ট: এবার হামলার শিকার হলেন কানাডায় আততায়ীর হাতে নিহত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের একজন ঘনিষ্ঠ ১১ আগস্ট আমেরিকায় হরদীপ সিংয়ের ঘনিষ্ঠ ওই ব্যক্তির ওপর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এই ঘটনার তদন্ত করছে সতিন্দর পাল সিং রাজু নামে ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উডল্যান্ডের বাসিন্দা রাজু জানান, ঘটনার দিন দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি ট্রাক চালাচ্ছিলেন ক্যালিফোর্নিয়ার ভ্যাকাভিল এলাকায় ইন্টারস্টেট৫০৫ মহাসড়কে তাঁদের ওপর হামলা চলে ঘটনার বর্ণনা দিয়ে  রাজু বলেন, ভ্যাকাভিল থেকে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা সেসময় একটি সাদা গাড়ি তাঁদের ট্রাকের পাশে চলে আসে একপর্যায়ে গুলি চলে রাজু বলেন, ‘প্রথমবার গুলি চলার পর আমি নিচু হয়ে বসে পড়ি এবং কিছুক্ষণ পর আরও কয়েকটি গুলি শব্দ আমি শুনতে পাইতিনি জানান, সে সময় তাঁর হঠাৎ হরদীপের কথা মনে পড়ে যায় বলেন, ‘আমার মনে হচ্ছিল, এভাবেই হয়তো হরদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়েছে পুরো বিষয়টি যেন আমার চোখের সামনে ভেসে ওঠে’ এর আগে, ২০২৩ সালের জুন মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকায় একটি গুরুদুয়ারার বাইরে হরদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয় সেসময় কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছিলেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত আছে এই দাবির পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে