Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ব্রেইল সংস্করণে এবার সংবিধান পড়তে পারবে দৃষ্টিহীনরাও

Bipasha Chakraborty

Published: 13 July, 2024, 08:41 PM
ব্রেইল সংস্করণে এবার সংবিধান পড়তে পারবে দৃষ্টিহীনরাও
ব্রেইল সংস্করণে সংবিধান কলমের প্রতিনিধিকে দেখাচ্ছেন ডাব্লুবি এনইউজেএস-এর উপাচার্য

 রমিত বন্দ্যোপাধ্যায় : কলকাতায়  দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য ব্রেইলে-এ ভারতীয় সংবিধান উদ্বোধন করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস (ডব্লুবিএনইউজেএস)। বর্তমান সমাজে দৃষ্টিহীনদের মধ্যে অনেকেই প্রাথমিক-শিক্ষা এবং উচ্চশিক্ষার দিকে এগিয়ে চলেছে।

দৃষ্টিহীন মানুষদের প্রফেসর, শিক্ষক, চাকরিজীবী ,সরকারি আধিকারিক, আইনজীবী,ব্যবসায়ী সমস্ত কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে । আর এদেরই আরেকটু এগিয়ে দিতে ব্রেইল সংস্করণে ভারতের সংবিধান তৈরি করা হল।ওড়িশা এবং মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গ দেশের তৃতীয় রাজ্য যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইলে সংবিধান রয়েছে। আইনি শিক্ষা এবং আইনি পেশার সাথে যুক্ত দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী এবং অন্যান্য দৃষ্টিপ্রতিবন্ধী মানুষদের ভারতবর্ষের সংবিধান সরাসরি ব্রেইলের মাধ্যমে পড়তে পারবে। এর ফলে তারা নিজেদের সাংবিধানিক অধিকারের সম্পর্কে সচেতন হতে পারবেন।  

এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নির্মল কান্তি চক্রবর্তী,বলেন, “ব্রেইল ভার্শনে ভারতের সংবিধানের ভাবনাটা প্রথম পাই রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি, নরেন্দ্রপুরের প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ-এর কাছ থেকে। পরবর্তীতে ব্রেইলে সংবিধানের  ১৬টি খণ্ড সম্পূর্ণ  করতে দুই বছরেরও বেশি সময়ে লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রছাত্রী এবং কর্মীদের অ্যাক্সেসিবিলিটি এবং নিরাপদ স্থান প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ।বিশ্ববিদ্যালয়েরই আরেক সংস্থা ‘আইডিআইএ’ এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির যৌথ প্রচেষ্টায় এই কাজ বাস্তবায়িত করা সম্ভব হল।"  

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির অধ্যক্ষ ব্রহ্মচারী অসীমচৈতন্য  জানান, " আমরা এই ধরনের উদ্যোগকে সর্ব সময়ে স্বাগত জানাই। আমাদের রিজিওনাল ব্রেইল প্রেস খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে। দৃষ্টিহীন ভাইবোনদের জন্য বহু ভাষায় ব্রেইলে বই ছাপানোর ব্যবস্থা করা হয় এই প্রেস থেকে। এটা পূর্ব অঞ্চলের একমাত্র ব্রেইল প্রেস যেখান থেকে  বাংলা ও ত্রিপুরার সাম্প্রতিক সংসদীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার এবং ভোটার স্লিপ তৈরি করা হয়েছে।"

এই বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ সীল বললেন,"এর আগে আমরা  ডিজিটাল পদ্ধতি যেমন  অডিও বুক বা পিডিএফ এর মাধ্যমে সংবিধানের সঙ্গে পরিচিত হতাম।তবে ব্রাইলের মাধ্যমে সংবিধান পড়তে পারলে আমরা খুব তাড়াতাড়ি  আইনের ধারাগুলি এবং আইনের পরিভাষার  সঙ্গে পরিচিত হতে পারবো।"

উল্লেখ্য বিশেষ ভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালে তৈরি হয়েছিল অ্যাকসেসিবিলিটি ল্যাব এবং ২০২২ সালে এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি হয় পলিসি।  

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান,"যে লাইব্রেরিগুলো বেশি ব্যবহার হয় সেখানে এই  ব্রেইল  সংস্করণে সংবিধান আমরা পৌঁছে দেওয়ার  উদ্যোগ নিয়েছি ।কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে দেশের যেকোনো জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের  লাইব্রেরিতে এসে এই ব্রেইল সংবিধান পড়া যাবে। এখন ইংরেজিতে থাকলেও ভবিষ্যতে তা বাংলাতে চালুর পরিকল্পনাও রয়েছে বিশ্ববিদ্যালয়ের।"

Leave a comment