কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রাম জন্মভূমির সাফাইকর্মীকে একাধিকবার গণধর্ষণ, গ্রেফতার ৫

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

লখনউ, ১৪ সেপ্টেম্বর:  ফের কলুষিত উত্তরপ্রদেশ। রাম জন্মভূমির সাফাইকর্মীকে গণধর্ষণ। ৯ জনের বিরুদ্ধে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা সাফাইকর্মীর বয়স ২০ বছর। সূত্রের খবর, আগস্ট ১৬ থেকে ২৫ তারিখের মধ্যে তিনবার এই নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। নির্যাতিতা গত ২ সেপ্টেম্বর অযোধ্যার কান্ট থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে।

কান্ট থানার ইন্সপেক্টর ইনচার্জ অমরেন্দ্র প্রতাপ জানান, গত ২ সেপ্টেম্বর অভিযোগ দায়েরের পর তদন্তে নেমে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে অযোধ্যা (সিটি) পুলিশ সুপার মধুবন সিং জানান, শুক্রবার আরও দুজন গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা পাঁচ। ধৃতদের নাম বংশ, বিনয়, শারিক, শিব ও উদিত।

নির্যাতিতা রাম মন্দিরে সাফাই কর্মী হিসেবে কর্মরত, পাশাপাশি স্থানীয় একটি কলেজে স্নাতক শেষ বর্ষের পড়াশোনাও করছেন তিনি। নির্যাতিতার অভিযোগ, একাধিক দিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। সাতজনের নাম তিনি জানিয়েছেন, দুইজন অজ্ঞাতপরিচয়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২৭(২) (অন্যায়ভাবে আটকে রাখা), ৭৫(যৌন হামলা), এবং ৭০(১) (গণধর্ষণ) মামলা দায়ের হয়েছে।