Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

অমর্ত‍্য সেন ফিরছেন দেশে, সোজা প্রতীচিতে

ইমামা খাতুন

Published: 25 June, 2024, 08:59 PM
অমর্ত‍্য সেন ফিরছেন দেশে, সোজা প্রতীচিতে

 

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন :  দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‍্য সেন। আমেরিকার বোস্টন থেকে থেকে  দমদম বিমান বন্দরে নামবেন কাল বুধবার  বেলা 2:40 মিনিটে। তারপর বিশ্রাম নিয়ে সন্ধ‍্যা ছ'টা নাগাদ প্রতীচিতে আসবেন অমর্ত‍্য সেন। নোবেলজয়ী সুহৃদ গীতিকণ্ঠ মজুমদার জানান, রুটিন মাফিক তিনি দেশে ফিরছেন। শীতে আসেন নি। তাছাড়া গতবছরও এই সময় তিনি দেশে ফেরেন। 
বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ জানান, কখন নোবেলজয়ী  অমর্ত‍্য সেন কোলকাতা থেকে যাত্রা করবেন, জানার পর রাজ‍্য সরকারের তরফে জেলা শাসক বিধান রায় এবং তিনি নিজে তাঁকে অভ‍্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন। 
উল্লেখ্য, প্রতীচি জমি বিতর্কে জট কাটাতে নোবেলজয়ীর পাশে ছিলেন মুখ‍্যমন্ত্রী। তিনি নিজে গিয়ে অমর্ত‍্য সেনের হাতে তাঁর জমির কাগজপত্র দিয়ে আসেন।

Leave a comment