Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

আরজি কর কাণ্ডের শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে রাজন্যা, বিতর্কে সাসপেন্ড

Kibria Ansary

Published: 28 September, 2024, 07:34 PM
আরজি কর কাণ্ডের শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে রাজন্যা, বিতর্কে সাসপেন্ড

পুবের কলম প্রতিবেদকঃ আরজি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্মছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদারশুক্রবারই প্রকাশ্যে আসে সেই ছবির পোস্টার। ছবির নাম আগমনী, তিলোত্তমার গল্প। ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গেবর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্পর্শকাতর বিষয় নিয়ে শর্ট ফিল্ম ভুল বার্তা তৈরি করছে বলে মত তৃণমূলের অন্দরে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূলের কোপে পড়লেন রাজন্যা হালদার সহ ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তীতৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হল রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে। 

তৃণমূ সূত্রে খবর, যাদবপুর-ডায়মন্ড হারবার তৃণমূল ছাত্র পরিষদের  সহ সভানেত্রীর পদে ছিলেন রাজন্যা হালদার। ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতিশুক্রবার দুজনকেই সাসপেন্ড করেছে তৃণমূল। টিএমসিপি জানিয়েছে, দলবিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এনিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দুজনকে সাসপেন্ড করা হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে।

অন্যদিকে, শর্ট ফিল্মের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, তিলোত্তমার ঘটনার মতো স্পর্শকাতর বিষয় যেভাবে প্রচারে ব্যবহার করছে, তা দলবিরোধী। বিচারাধীন ঘটনা ছবির প্রচারে ব্যবহার করা উচিত নয়। এদিকে রাজন্যা হালদারের বক্তব্য, কোনও প্রচারে ব্যবহার করা হচ্ছে না। দলবিরোধী কাজ বলতে যা বোঝায়, তা আমি করিনি।

মহানগর - এর থেকে আরোও খবর

Trinamool students' wing Rajanya Haldar directed by Prantik Chakraborty TMCP Suspended

Leave a comment