Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নিরাপত্তায় অধিক জোর, সিসি ক্যামেরায় মুড়ছে শহরের হাসপাতালগুলি

Kibria Ansary

Published: 24 September, 2024, 08:26 PM
নিরাপত্তায় অধিক জোর, সিসি ক্যামেরায় মুড়ছে শহরের হাসপাতালগুলি

পুবের কলম প্রতিবেদকঃ শহরের হাসপাতালগুলির নিরাপত্তায় অধিক জোর দিচ্ছে রাজ্য। আরজি করের ঘটনার পর চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হাসপাতালগুলিকে নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে রাজ্য প্রশাসনএকাধিক হাসপাতালে অতিরিক্ত সিসি ক্যামেরা বসানো হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। আরজি কর থেকে কলকাতা মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও এসএসকেএম সহ একাধিক হাসপাতালকে নিরাপত্তায় মুড়ে ফেলা হবে। ইতিমধ্যে আরজি করে ১০০টি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছেপাশাপাশি ওই হাসপাতালের সব কটি ভবনের প্রতিটি তলাতেই নজরদারি চালাতে হাসপাতালের সর্বত্র ৫০০টিরও বেশি ক্যামেরা বসানো হবে।

প্রশাসন সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালের নজরদারিতে প্রায় ১২০০টি সিসি ক্যামেরা রয়েছে। সেখানেও আরও বেশি সিসি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজের সব কটি ভবনের প্রতিটি তলাতেই সিসি ক্যামেরা বসানো হবে। সে জন্য সেখানে নতুন করে বসবে প্রায় ৪০০টি সিসি ক্যামেরা। বর্তমানে ওই মেডিক্যাল কলেজের নিরাপত্তায় ৩৩০টিরও বেশি সিসি ক্যামেরা রয়েছে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রায় ৬০০টি ক্যামেরা বসানো হবে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নজরদারি বাড়াতে আরও ৮০০টি সিসি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া, এম আর বাঙুর হাসপাতাল, বিসি রায় শিশু হাসপাতাল-সহ শহরের বহু হাসপাতাল চত্বরেই সুরক্ষার স্বার্থে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে।

মহানগর - এর থেকে আরোও খবর

emphasis on security city hospitals CCTV cameras

Leave a comment