Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সাধারণের সুরাহায় পাসপোর্ট অফিসে আদালত

Bipasha Chakraborty

Published: 03 September, 2024, 08:59 PM
সাধারণের সুরাহায় পাসপোর্ট অফিসে আদালত

পুবের কলম প্রতিবেদকঃ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ ভ্রমণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নথির নাম হল পাসপোর্ট বৈধ পাসপোর্টের ভিত্তিতে ভিসা পেলেই সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রে ভ্রমণ বা প্রবেশ করার ছাড়পত্র মেলে কিন্তু, পাসপোর্টের আবেদন করার সময়ে বৈধ নথি দিয়েও একাধিক সমস্যার জন্য বিপুল সংখ্যক  আবেদনপত্র জমা পড়ে আছে পাসপোর্ট অফিসে


এবার আদালতের মাধ্যমে  ওই সব আবেদনগুলির নিষ্পত্তি করতে চাইছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক জানা গিয়েছে, কলকাতার ব্রাবোর্ন রোডে অবস্থিত  রিজিওনাল পাসপোর্ট অফিসেই চলতি সেপ্টেম্বর মাসের  , ১০, ১৯, ২৪ ২৬ তারিখে সকাল থেকে এই আদালত বসবে

Leave a comment