Thu, June 27, 2024

ই-পেপার দেখুন

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় দুর্গাপুজো ও ঈদ শান্তিতেই হয়: আব্দুল হাই

Bipasha Chakraborty

Published: 18 June, 2024, 04:32 PM
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় দুর্গাপুজো ও ঈদ শান্তিতেই হয়: আব্দুল হাই

 

 

পুবের কলম প্রতিবেদক: বাংলা মানেই সম্প্রীতির  পীঠস্থান। এই বাংলায় একদিকে যেমন দুর্গাপুজো হয় অন্যদিকে পবিত্র ঈদ উৎসবও শান্তিতে পালন হয়। আর এই শান্তি, সম্প্রীতির কান্ডারী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ঈদ উল আযহার নামাজ শেষে এমনটাই বললেন হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্দুল হাই।

এদিন তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দেখানো পথে বাংলার সম্প্রীতি ও উন্নয়ন বজায় থাক। এই বাংলায় শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে একদিকে যেমন দুর্গোৎসব হয় অন্যদিকে ঈদ উৎসব পালন হয়। কোনো বহিরাগত শক্তি বাংলার এই সহাবস্থান ভাঙতে পারবে না বলে মন্তব্য করেন আব্দুল হাই।

 

Leave a comment