কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মহাকাশে হাঁটলেন অপেশাদার নভশ্চররা

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

ক্যালিফোর্নিয়া, ১৩ সেপ্টেম্বর: মাইলফলক অর্জন করল রকেট নির্মাতা সংস্থা স্পেসএক্সএর পোলারিস ডন মিশন বৃহস্পতিবার প্রথমবারের মতো বাণিজ্যিক স্পেসওয়াক পরিচালনা করেছে মহাকাশ সংস্থাটি ৪জনের এই মিশনে নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর বয়সী বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যান ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট৪ ’-এর প্রতিষ্ঠাতা তিনি পুরো অভিযাত্রা তাঁর অর্থায়নেই হয়েছে এর আগে ২০২১ সালে স্পেসএক্সএর সঙ্গে যৌথভাবে ইনস্পিরেশন৪মিশনের ব্যয়ভার নিয়েছিলেন তিনি বৃহস্পতিবার ভোর ৬টা ১২ মিনিটে স্পেসওয়াক শুরু হয় সময় একটি উপবৃত্তকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণরত একটি ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন বিলিওনেয়ার আইজ্যাকম্যান স্পেসএক্স প্রকৌশলী সারাহ গিলিস অভিযানে অংশ নেওয়া অন্য দুজন ক্যাপসুলের ভেতরেই ছিলেন আইজ্যাকম্যান এবং গিলিস যখন ক্যাপসুল থেকে মুক্ত আকাশে মাথা বের করেন তখন তাঁরা ভূপৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার উপরে ছিলেন মহাকাশযান থেকে বের হয়ে মহাকাশে হাঁটার সময় নভশ্চর আইজ্যাকম্যান বলেন, ‘এখান থেকে পৃথিবী নিশ্চিতভাবে একটি নিখুঁত বিশ্বের মতো দেখাচ্ছে
এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অভিযাত্রীদের বহন করা ক্যাপসুলটি নিয়ে মহাকাশের দিকে যাত্রা করেছিল স্পেসএক্সের ফ্যালকন রকেট মিশন সফল করার পর এবার পৃথিবীতে ফেরার যাত্রা করবেন চার অভিযাত্রী এবারই প্রথমবারের মতো বেসরকারিভাবে স্পেসওয়াক হল ঝুঁকিপূর্ণ এই অভিযান এর আগে সব সময় সরকারিভাবে প্রশিক্ষিত নভশ্চররা পরিচালনা করেছেন এই মিশন বাণিজ্যিক মহাকাশ শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করল এবারের মিশনে পৃথিবীর বাইরে সম্ভাব্য বসবাসের জন্য প্রয়োজনীয় উন্নত স্পেস সুট অন্যান্য প্রযুক্তির ওপর পরীক্ষানিরীক্ষা হয়েছে