কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সম্বর্ধনা, চিকিৎসকদের 'কর্মবিরতি' নিয়ে সমালোচনায় বিধায়ক-চিকিৎসক

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

রামপুরহাট: রাজ্যের ক্ষুদ্র কুটির ও বস্ত্রশিল্প মন্ত্রী
চন্দ্রনাথ সিনহাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কারা দফতর দেখভালের দায়িত্ব দেওয়ার
পর
, সম্বর্ধনা
দেওয়া হল রামপুরহাট এবং নলহাটিতে। রামপুরহাট দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রনাথ
সিনহাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন, রাজ‍্য বিধান সভার উপাধ‍্যক্ষ
আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়
, রামপুরহাট এক
ব্লকের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি
,
বার
কাউন্সিলের সেক্রেটারি উৎপল মুখোপাধ‍্যায় প্রমুখ। পাশাপাশি
, রবিবার নলহাটির লোহাপুর ব্লক
কমিউনিটি হলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে অভ‍্যর্থনা দেওয়া হয়। নলহাটিতে উপস্থিত
ছিলেন চিকিৎসক বিধায়ক তথা রামপুরহাট শাখার আইএমএ সভাপতি অশোক চট্টোপাধ্যায়। পরিষেবা
বন্ধ রেখে আন্দোলনরত চিকিৎসকদের সমালোচনা করে তিনি বলেন
, “পরিষেবা বন্ধ
করে আন্দোলন সমর্থনযোগ্য নয়। একজন আঠাশ বছরের দুর্ঘটনাগ্রস্ত যুবক চিকিৎসা না
পাওয়ার কারণে মৃত্যু বরণ করেন। এটা খুবই দু:খজনক। গণতন্ত্রে আন্দোলন হতে পারে। তবে
মাথায় রাখতে অভাবী মানুষেরা সরকারি হাসপাতালে চিকিৎসার জন‍্য যান। লক্ষ লক্ষ মানুষ
এই সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন। রাত জাগা
, নাচানাচি চলুক। কিন্তু পরিষেবা কেন বন্ধ হবে?


এদিন নলহাটিতে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় তৃণমূল স্তরে
আন্দোলনের ডাক দেওয়া হয়। হাঁসন বিধায়ক অশোক চট্টোপাধ্যায় বলেন
, কোলকাতা পুলিশ সঞ্জয় নামে এক
অভিযুক্তকে ধরে সিবিআইয়ের হাতে হ‍্যাণ্ডওভার করে দেয়। তারপর কুড়ি দিন অতিক্রান্ত
হলো। সঞ্জয়কে জেরা করে বাকি অপরাধীদের ধরতে সিবিআই ব‍্যর্থ কেন
? এর বিরুদ্ধে জোরালোভাবে আন্দোলনে
নামতে হবে।