Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

'বেঙ্গল ট্যুরিস্ট ফেস্ট' পর্যটন মেলায় আয়োজিত হল কলকাতায়, অভাবনীয় সাড়া

Bipasha Chakraborty

Published: 21 June, 2024, 08:57 PM
'বেঙ্গল ট্যুরিস্ট ফেস্ট' পর্যটন মেলায় আয়োজিত হল কলকাতায়, অভাবনীয় সাড়া


রমিত বন্দ্যোপাধ্যায়: অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গল (এটিএসপিবি) কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ১৬ থেকে ১৯ জুন আয়োজিত করল "বেঙ্গল ট্যুরিস্ট ফেস্ট"।  
প্রায় ১১৫ বেসরকারি ট্যুরিস্ট স্টল এবং ৩টি রাজ্যসরকারি পর্যটন স্টল অংশগ্রহণ করে এই পর্যটন মেলায়। ২০১৬ সালে থেকে প্রথম শুরু হয়ে এই মেলা। এই মেলায় সাধারণ মানুষদের জন্য কোনও প্রবেশ মূল্য থাকে না।
গত আট বছর ধরে ভ্রমণ বাণিজ্যের বৃদ্ধি স্বসহায়ক গোষ্ঠীকে উন্নীত এবং পর্যটন শিল্পের সহায়তা করার উদ্দেশে এই ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে। প্রতিবছর বাংলা ভিত্তিক ট্যুর অপারেটর, হোটেল মালিক, ট্রাভেল এজেন্ট এবং হোম-স্টে মালিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এই মেলায়। 
কেন্দ্রের পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল এবং রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ জানান, আমরা সমস্ত স্তরের পর্যটন শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরণের মেলাকে সহযোগিতা করে থাকি। এবারেও  করেছি। বিশেষ করে কলকাতা এই পূর্ব ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পর্যটনের জন্য। কলকাতার মানুষের মধ্যে ভ্রমণের জন্য মারাত্মক উত্তেজনা দেখতে পাই আমরা চাই এই ধরণের মানুসিকতা ভারতের অন্যানো রাজ্য গুলিতেও ছড়িয়ে পড়ুক, এই মেলায় বিভিন্ন জায়গা থেকে ট্যুর অপেরাটরদের অংশগ্রহণ করতে দেখা যায়। 
জম্মু-কাশ্মীর থেকে আসা রিয়াজ চৌধুরী জানান, কলকাতার মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয় এই মেলার মাধ্যমে। কলকাতার মানুষ খুবই ভ্রমণ-পিয়াসী এবং আগ্রহী।"
অখিল বন্ধু কোনার নামক একজন ফটোগ্রাফার এবং নবীন ট্যুর অপারেটর জানান, এটা আমার প্রথম বার। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেলাম এই মেলার মাধ্যমে'।
তপন কুমার রায় নামক এক পর্যটক জানান, আমি  এখানে এসে খুবই উপকৃত হই। আমি বহু বছর থেকে এই পর্যটন মেলায় আসি। এখন হয়তো মুঠো ফোনের মাধ্যমে আমরা ভ্রমণ সংক্রান্ত তথ্য পাই, কিন্তু একটা সময়ে ছিল যখন এই পর্যটন মেলাগুলি আমাদের এক মাত্র মাধ্যম ছিল ভ্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার। আজ ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পেলেও এখনও তথ্যের সত্যতা যাচাই করার জন্য এই মেলাগুলোর খুবই প্রয়োজনীয়তা আছে।"
স্বরূপ ভট্টাচার্য, বেঙ্গল ট্যুরিস্ট ফেস্টের জয়েন্ট সেক্রেটারি বলেন, আমাদের প্রথম এবং শেষ লক্ষ গ্রাস রুট লেভেলের মেম্বারদের সুবিধা দেওয়া। আমাদের স্টলের রেট সমস্ত মেলার থেকে কম। খুব স্বল্প মূল্যে আমাদের সদস্য হওয়া যায়। আমাদের এই মেলার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে পর্যটন ব্যাবসায়ীদের একটা যোগসূত্র তৈরি করা'। 
আমারদীপ সহায়, ঝাড়খন্ড ট্যুর  অ্যান্ড ট্রাভেল এর প্রেসিডেন্ট বলেন, আমি বহু ট্যুরিজম ফেস্টে অংশগ্রহণ করি।কলকাতার মানুষ খুবই ঘুরতে ভালোবাসেন এবং এখানে এসে আমরা ব্যাবসায় মারাত্মক সারা পাই। এই  পেশায় খুব স্বল্প পুঁজিতে মানুষ খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। 

Leave a comment