Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ ভাগ ইসরাইলি

ইমামা খাতুন

Published: 14 July, 2024, 08:26 PM
নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ ভাগ ইসরাইলি

তেল আবিব, ১৪ জুলাই: ইসরাইলের ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে মনে করেন দেশটির ৭২ ভাগ নাগরিক। শুক্রবার চ্যানেল ১২-এর এক সমীক্ষার ফলাফল থেকে জানা যায়, ৭২ শতাংশ ইসরাইলি মনে করেন, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪ শতাংশ মনে করেন, অবিলম্বে পদত্যাগ করা উচিত নেতানিয়াহুর, আর ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। সমীক্ষায় দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন, তাদের মধ্যে ৫০ শতাংশ বিশ্বাস করেন, নেতানিয়াহুকে তাঁর মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। এদিকে ৪২ শতাংশ সমর্থক বলেছেন, মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত তার।

Leave a comment