Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

মালিতে বন্দুক হামলা, নিহত ৪০

ইমামা খাতুন

Published: 03 July, 2024, 08:37 PM
মালিতে বন্দুক হামলা, নিহত ৪০

বামাকো, জুলাই: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বন্দুকবাজদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে সোমবার মালির ডিজিগুইবোম্বো গ্রামে হামলার ঘটনাটি ঘটে তবে এই হামলার সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি কোনও সন্ত্রাসী সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি জানা গেছে, বন্দুকধারীরা গ্রামটিকে ফিরে ফেলে নির্বিচারে গুলি চালাতে থাকে এই ঘটনাকে গণহত্যাআখ্যা দিয়েছে মালির প্রশাসন প্রসঙ্গত, ঘটনার দিন ওই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল মৃতদের বেশিরভাগই যুবক বলে জানা গেছে মোপতির ব্যানকাস শহরের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেন, ‘ভয়াবহ হামলা হয়েছে সশস্ত্র লোকজন গ্রামটি ঘিরে ফেলে এবং নির্বিচারে গুলি চালায়এক কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে নিহতদের অধিকাংশ পুরুষপ্রসঙ্গত, মালির উত্তর মধ্যাঞ্চলে আল-কায়দা আই-এসের সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে

Leave a comment