Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

কাবার চাবি সংরক্ষক শায়েখ সালেহের ইন্তেকাল

ইমামা খাতুন

Published: 23 June, 2024, 03:20 PM
কাবার চাবি সংরক্ষক শায়েখ সালেহের ইন্তেকাল

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: পবিত্র কাবাঘরের চাবি রক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সউদি আরবের সবকিছুর নিয়ন্ত্রণ রাজপরিবারের হাতে থাকলেও প্রাক ইসলামি যুগ থেকে এখন পর্যন্ত পবিত্র কা’বা ঘরের চাবির দায়িত্ব একটি পরিবারের কাছেই রয়েছে, যা এখনো বর্তমান। 
এই সম্মানিত পরিবারটি হলো মক্কার বনু তালহা গোত্র। এই গোত্রের লোক গত ১৫০০ বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন। বনু তালহা গোত্রের সবচেয়ে মুরব্বি তথা বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু এ দায়িত্ব পালন করে থাকেন।
বর্তমানে যে মহান ব্যক্তির হাতে কা’বা ঘরের চাবি ছিল সেই মহান ব্যক্তি ডক্টর শাইখ সালে আল শাইবা স্থানীয় সময় শনিবার সকালে আল্লাহর ডাকে সাড়া দেন। তিনি ছিলেন ১০৯ তম অভিভাবক। তিনি হজরত উসমান ইবনে তালহা রা.-এর বংশধর ছিলেন। বায়তুল্লাহয় জানাজা শেষে তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হবে বলে জানা গেছে।                             

জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শায়বা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। 

এসময় তিনি বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’সেই ধারা এখনো চলমান। উসমান ইবনে তালহা রা.-এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সউদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।

 

 

Leave a comment