Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

পুলিশ বাহিনী বাড়াচ্ছে তালিবান, রয়েছে নারীরাও

ইমামা খাতুন

Published: 17 September, 2024, 08:12 PM
পুলিশ বাহিনী বাড়াচ্ছে  তালিবান, রয়েছে নারীরাও

কাবুল, ১৭ সেপ্টেম্বর: আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে তালিবান সরকার এরই অংশ হিসেবে দ্রুত গতিতে বাড়ানো হচ্ছে দেশটির পুলিশ বাহিনীর আকার আফগান স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বর্তমানে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে আড়াই লক্ষে স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র আব্দুল মতিন খান এক বিবৃতিতে বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করতে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছেতিনি আরও জানান, প্রয়োজনে পুলিশ বাহিনীতে আরও সদস্য নিয়োগ দেওয়া হবে উল্লেখযোগ্য বিষয় হল, এই আড়াই লক্ষ পুলিশ সদস্যের মধ্যে প্রায় দুই হাজার নারী পুলিশ কর্মকর্তাও রয়েছেন মুখপাত্র আব্দুল মতিন খান বলেন, ‘পুরুষ পুলিশ অফিসারদের পাশাপাশি জনগণের সেবা করার জন্য নারী পুলিশ অফিসারদের ভূমিকাও গুরুত্বপূর্ণবর্তমানে নারী পুলিশ সদস্যরা বিভিন্ন পরিষেবা খাতে নিযুক্ত রয়েছেন প্রয়োজনে তাদের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি আফগানিস্তানের সামরিক বিশ্লেষক ইউসুফ জাজাই পুলিশ বাহিনীর প্রশিক্ষণ, পেশাদারিত্ব এবং দেশের প্রতি আনুগত্যের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন তিনি বলেন, ‘শৃঙ্খলা জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের অবশ্যই স্পষ্ট আচরণবিধি মেনে চলতে হবেউল্লেখ্য, কেবল পুলিশ বাহিনী নয়, সেনাবাহিনীর আকারও বৃদ্ধি করছে তালিবান সরকার চলতি বছর আফগানিস্তানের সেনা সংখ্যা লক্ষ করা হবে

 

Leave a comment