Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ইসরাইলের হাইফাতে ড্রোন হামলা ইরাকি যোদ্ধাদের

ইমামা খাতুন

Published: 29 August, 2024, 09:00 PM
ইসরাইলের হাইফাতে ড্রোন হামলা ইরাকি যোদ্ধাদের


তেলআবিব, ২৯ আগস্টঃ ইসরাইলের হাইফা নগরীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালালো ইরাকি  যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে অধিকৃত হাইফা বন্দরনগরীর একটি কৌশলগত স্থানে এই ড্রোন হামলা চালিয়েছে। 



ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার ভোররাতে হাইফার অ্যালোন টাভর ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।  




বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরাইল দশ মাসের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিক্রিয়ায় এই অভিযান পারিচালনা করা হয়েছে।  ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন গত মঙ্গলবার জানিয়েছিল, তারা ড্রোন ব্যবহার করে হাইফা নগরীর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। 




গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করলে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা প্রায় নিয়মিত ইসরাইলের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। ইরাকি যোদ্ধারা বলেছে, ইসরাইল আগ্রাসন বন্ধ না করলে তারাও হামলা বন্ধ করবে না।




Leave a comment