Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ঢাকার পথে রিকশা নিয়ে চালকদের অভিনব বিক্ষোভ

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 26 August, 2024, 03:40 PM
ঢাকার পথে রিকশা নিয়ে চালকদের অভিনব বিক্ষোভ

পুবের কলম ওয়েব ডেস্ক: দুশো থেকে তিনশো রিকশা রাস্তা দখল করে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে ঢাকার শাহবাগ মোড়ে। সোমবার সকালে এরকমই দৃশ্যের সাক্ষী থাকলো ঢাকার শাহবাগ মোড়। সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ কয়েকশো রিকশাচালক তাদের রিকশা সহ এসে অবস্থান বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, ঢাকার রাস্তায় প্যাডেল চালিত রিকশাকেই অনুমতি দিতে হবে। ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না সেখানে। বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। এরপর দুপুর ১২ টা নাগাদ পুলিশ ও সেনা সদস্যরা বিক্ষোভকারীদের বুঝিয়ে–সুঝিয়ে তাদেরকে সরিয়ে দেন। তারপরই স্বাভাবিক হয় যান চলাচল। 

এই কর্মসূচি আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট। বিক্ষোভরতদের দাবি, ব্যাটারি চালিত রিকশার কারণে তাদের আয় কমেছে। তাই ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হোক। প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশা নিয়ে সমস্যা চলছে মে মাস থেকেই। গত ১৫ ই মে ব্যাটারি চালিত রিকশা ঢাকায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় তৎকালীন হাসিনা সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে ১৯ মে কয়েকশো ব্যাটরিচালিত রিকশাচালক ঢাকার মিরপুর ১০ মোড় অবরোধ করে। আন্দোলনের ঝাঁঝ দেখে ২০ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি দেন।

 

 

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

rikhsaw in bangladesh bangladesh news

Leave a comment