Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মসজিদে হামলা, পবিত্র কোরআন পোড়াল ইসরাইলি সেনারা, তীব্র নিন্দা জানাল হামাস

Kibria Ansary

Published: 25 August, 2024, 09:17 PM
মসজিদে হামলা, পবিত্র কোরআন পোড়াল ইসরাইলি সেনারা, তীব্র নিন্দা জানাল হামাস

গাজা, ২৫ আগস্টঃ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়াল ইসরাইলি সেনারা। পাশাপাশি গাজামসজিদে হামলা চালিয়েছে যায়নবাদী সেনারা। এই ঘটনা তীব্র নিন্দা জানাল হামাস। শনিবার এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণা ও অপরাধেভরা ফ্যাসিবাদী আচরণ বলেও উল্লেখ করে সংগঠনটি। বিবৃতিতে হামাস বলেছে, 'উত্তর গাজার বনি সালেহ মসজিদে অভিযান চালানোর সময় কোরআনের কপি পোড়ানো এবং সমজিদকে অপবিত্র করার তীব্র নিন্দা জানানো হচ্ছে। কুরআন পোড়ানো, অপবিত্রতা, এবং মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে ইসরাইলি বাহিনীর চরমপন্থা মনোভাব ফুটে উঠেছে।' একইসঙ্গে হামাস ইসরাইলের এই ফ্যাসীবাদী আচরণের নিন্দা ও ক্ষোভ জানানোর জন্য আরব ও ইসলামিক দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে। এছাড়া ফিলিস্তিনে ইসলামিক ও খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্রতা রক্ষা এবং জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করারও আহ্বান জানিয়েছে হামাস।

রবিবার আলজাজিরা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইসরাইলি সেনারা উত্তর গাজার বনি সালেহ মসজিদে হামলা চালাচ্ছে এবং ভেতরে কুরআনের কপি পুড়িয়ে দিচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার প্রায় ৬১০টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে ইসরাইল। এছাড়া ইসরাইলের হামলায় ২১৪টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত ও তিনটি গির্জাও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার প্রশাসন।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Attack on the mosque Holy Quran was burned by Israeli Army Hamas strongly condemned

Leave a comment