Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নৌকাডুবি: নিহত ২৩ রোহিঙ্গা, নিখোঁজ বহু

ইমামা খাতুন

Published: 10 August, 2024, 08:41 PM
নৌকাডুবি:  নিহত ২৩  রোহিঙ্গা, নিখোঁজ বহু

রাখাইন, ১০ আগস্ট: মায়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগরপথে মালয়েশিয়া যেতে গিয়ে নৌকাডুবির শিকার হয়ে ২৩ রোহিঙ্গা মুসলিম প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩০ রোহিঙ্গা। এ ঘটনায় আটজন বেঁচে গেছেন বলে খবর। এই নৌকাডুবির ঘটনায় বেঁচে ফেরারা বলেছেন, রোহিঙ্গাবাহী নৌকাটি ৫০ জন নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে, গত রবিবার নৌকাটি ভেঙে গেলে সেটিকে ওই অবস্থাতেই রেখে চালক ও কর্মীরা পালিয়ে যান। ফলে নৌকাটি সমুদ্রে ডুবে যায়। প্রতিবছরই সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করে রোহিঙ্গারা। ঝুঁকি জেনেও হাজার হাজার রোহিঙ্গা উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথ অতিক্রম করতে দ্বিধা করেনা। রোহিঙ্গাদের উদ্ধারকারী একটি দল জানিয়েছে, গত সপ্তাহে নৌকাডুবিতে যেসব রোহিঙ্গা মারা গেছে তাদের মধ্যে ১৩ নারী ও ১০ পুরুষ ছিলেন। উল্লেখ্য, মায়ানমারে মুসলিম রোহিঙ্গারা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত। দেশটির সেনার নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পালিয়ে যায়। যারা এখনও মায়ানমারে রয়েছে তারা প্রতিনিয়ত দেশটি ছাড়ার চেষ্টা করছে। আন্দামান সাগর দিয়ে মাছ ধরার নৌকায় সাগরপাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর বর্ষাকালে এই রুটে যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য। এরপরও মে থেকে অক্টোবর মাসের মধ্যে রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়েই মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করে থাকেন।

Leave a comment