Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ : সেনাপ্রধান

ইমামা খাতুন

Published: 07 August, 2024, 07:34 PM
একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ : সেনাপ্রধান

পুবের কলম,ওয়েবডেস্ক: ড. ইউনূস বাংলাদেশ'কে  একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাবেন। সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন এদিন এমনটাই মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।   


 

বুধবার সেনাসদরে এক বৈঠকে সেনাপ্রধান আরও জানান, ড. মুহাম্মদ ইউনূসের উপর আমাদের পুরো আস্থা রয়েছে। আমি আশাবাদী উনি এক নতুন বাংলাদেশ আমাদের উপহার দেবেন। ওনার সঙ্গে কথোপকথন হয়েছে।  এই দায়িত্ব গ্রহণ করতে উনি আগ্রহ প্রকাশ করেছেন। আমি নিশ্চিত ওনার তত্ত্বাবধানে আমরা এক নতুন বাংলাদেশ উপহার পাব।   

 

 

 এদিনের বৈঠকে তিনি আরও বলেন,  আমি আপ্লুত যেভাবে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছে। রাস্তা-পরিষ্কার থেকে ট্র্যাফিক সামলানো সবকিছু এখন তারাই করছে। এছাড়া যেসব স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেগুলো পরিষ্কারও তারাই করছেন। আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজ চালিয়ে যায়।  

বিগত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার জন্য আমি মর্মাহত। আমরা যথাসাধ্য চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। যে বা যারা মিথ্যা খবর ছড়াচ্ছে বা শান্ত পরিবেশ'কে অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া গত কয়েকদিনে  সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। দেশ ও দেশের বাইরে অনেক ধরনের গুজব চলছে। জনগণকে বলবো এসবে কান না দিতে। 

পুলিশ সদস্যরা বর্তমানে কাজে নেই। যে কারণে একটা শূন্যতা তৈরি হয়েছে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে। তিন বাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।  একটু সময় লাগবে তবে আমরা একটি সুন্দর দেশ রচনা করতে পারব বলেই আশাবাদী।  তবে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।   আমাদের অনেক কাজ করতে হবে। একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।  

Leave a comment