Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

শেখ হাসিনার ভিসা  বাতিল করল যুক্তরাষ্ট্র!

Bipasha Chakraborty

Published: 06 August, 2024, 09:01 PM
শেখ হাসিনার ভিসা  বাতিল করল যুক্তরাষ্ট্র!

 

ওয়াশিংটন, ৬ আগস্ট: বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় ঢাকার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।  

ফলে আমেরিকায় আশ্রয় চাওয়ার আর কোনও সুযোগ আপাতত রইল না হাসিনার কাছে। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তিনি তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন।

হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ওঠার কোনও পরিকল্পনা ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। এখন অনেকে বলছেন, হাসিনা ব্রিটেনে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। কারণ সেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাগ্নি (এমপি টিউলিপ সিদ্দিক ) থাকেন। তবে হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়।

Leave a comment