Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

দোহায় চিরনিদ্রায় শায়িত শহিদ হানিয়া

ইমামা খাতুন

Published: 02 August, 2024, 07:06 PM
দোহায় চিরনিদ্রায়  শায়িত শহিদ হানিয়া

দোহা, ২ আগস্ট: শহিদ হামাস নেতা ইসমাইল হানিয়াকে যথাযথ মর্যাদায় আলবিদা জানাল কাতার। তেহরান থেকে শুক্রবার বিমানে করে দোহায় নিয়ে যাওয়া হয় ফিলিস্তিনি মুক্তিযোদ্ধা হানিয়ার মরদেহ। এরপর কাতারের রাজধানী দোহায় অবস্থিত ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে জানাযার নামাযে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন ও শহিদ নেতার মাগফিরাত কামনায় দোয়া করেন। জানাযার নামায শেষে লুসাইল গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় ইসমাইল হানিয়াকে। আরব ইসলামি দেশগুলোর নেতাদের পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন হানিয়ার জানাযায়।

 

শুক্রবার জুম্মার নামাযে কাতারি রাজধানীর মসজিদটিতে বহু দেশ থেকে বহু মানুষ এসে সমবেত হন। মসজিদ চত্ত্বরে কঠোর নিরাপত্তার মধ্যে চলে জুম্মার নামায। শহিদ হানিয়ার জানাযায় অংশ নিয়ে দোহায় বসবাসরত ফিলিস্তিনি ব্যক্তি আহমদ বলেন, ‘বিগত ৩০০ দিনে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। হানিয়া তাদেরই একজন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিরোধ করবই ও বেঁচে থাকতে ফিলিস্তিনের স্বাধীনতা দেখব।’ আহমদের মতো আরও অনেকেই কালো, সাদা, সবুজ এবং লাল রংয়ের ফিলিস্তিনি পারচাম হাতে তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। মসজিদে ঢোকার আগে ফিলিস্তিনের সমর্থক মহম্মদ আবিদ (৪৫) বলেন, ‘দেখুন কীভাবে এক ফিলিস্তিনি নেতাকে বিদেশের মাটিতে হত্যা করা হল, ইসরাইলকে বিচারের আওতায় আনতে কোনও আন্তর্জাতিক আইন আছে কী? সব আন্তর্জাতিক সংস্থাই অর্থহীন।

গণহত্যা না থামাতে পারলে ওদের ছিঁড়ে ফেলা উচিত।’ হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সংগঠনের অন্যান্য নেতাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই দোহায় বসবাস করছিলেন। একদিন আগে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ইমামতিতে, ইসমাইল হানিয়ার জানাযা সম্পন্ন হয় তেহরানে।

হামাস নেতার জানাযা ও শেষ বিদায়কে কেন্দ্র করে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢল নেমেছিল লাখো মানুষের। এদিকে, হামাস নেতা হানিয়ার স্মরণে শুক্রবার জাতীয় শোক ঘোষণা করেছে বেশ কয়েকটি মুসলিম দেশ। তুরস্ক ও পাকিস্তানে হামাস নেতাকে হত্যার প্রতিবাদে পথে নেমে এসেছেন সাধারণ মানুষ।

Leave a comment