Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বিপুল টাকার লোকসান, ১৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পথে ইনটেল

Kibria Ansary

Published: 02 August, 2024, 05:40 PM
বিপুল টাকার লোকসান, ১৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পথে ইনটেল

পুবের কলম, ওয়েবডেস্ক: কর্মী ছাঁটাইয়ের পথে ইনটেল। ১৭ হাজারের বেশি কর্মী চাকরি হারাতে পারেন বলে খবর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা একে প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির কর্মশক্তির ১৫ শতাংশ কমানো হবে। যার জন্য ১৭,৫০০ জনকে ছাঁটাই করবেন তাঁরা। চলতি বছরের শেষের দিকে সেই প্রক্রিয়া শুরু হবে বলে একরকম স্পষ্ট করেছেন ইনটেলের চিফ এক্সিকিউটিভ প্য়াট জেলসিঙ্গার। বহুজাতিক টেক জায়ান্ট সংস্থার এই সিদ্ধান্তের জেরে হু হু করে পড়েছে শেয়ারের গ্রাফ।

ইনটেল দাবি করেছে, সাম্প্রতিক ত্রৈমাসিক রিপোর্টে দেখা গিয়েছে বিপুল টাকা লোকসান হয়েছে তাদের। যার পরিমাণ প্রায় ১.৬ বিলিয়ান মার্কিন ডলার। এই অবস্থায় সেখান থেকে ঘুরে দাঁড়াতে খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। আপাতত ব্যালেন্স শিটের হাল ফেরানোই কোম্পানির মূল লক্ষ্য। কর্মী ছাঁটাই হলে বছরে ১০ বিলিয়ান ডলার বাঁচানো যাবে বলে দাবি করেছে এই সংস্থা।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Huge money losses 17 thousand workers Intel Intel lays off 17k worker

Leave a comment