Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল পাকিস্তান

ইমামা খাতুন

Published: 22 July, 2024, 08:46 PM
নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’  ঘোষণা করল পাকিস্তান

ইসলামাবাদ, ২২ জুলাই: যায়নবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করল পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ ইসরাইলি মন্ত্রিসভাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার বিষয়ে তেহরিক-ই-লাব্বাইক পার্টি অব পাকিস্তানের (টিএলপি) সঙ্গে একটি চুক্তি সই করেছে। পাকিস্তান তেহরিক-ই-লাব্বাইক দল এর আগে গাজার সমর্থনে বিক্ষোভ করেছে। পাকিস্তান প্রথম থেকেই ফিলিস্তিনিদের সমর্থন করে আসছে। সেদেশের জনগণও গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার রয়েছে। ইসরাইলকে সন্ত্রাসী ঘোষণার পাশাপাশি পাকিস্তানের সরকার ইসরাইলের ব্যবসা খাতকে টার্গেট করেছে। শাহবাজ সরকার এক ঘোষণায় জানিয়েছে, ইসরাইলের সমর্থক কোম্পানিগুলিকে বয়কট করা হবে। কোম্পানিগুলিকে চিহ্নিত করতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। রানা সানাউল্লাহ বলেন, ‘পাকিস্তানে ইসরাইলের সঙ্গে যুক্ত কোনও কোম্পানি বা পণ্য থাকলে তা বয়কট করা হবে এবং এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।’

Leave a comment