Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কোটা বিরোধী আন্দোলনের জের: বাংলাদেশে 'শাটডাউন' রেল পরিষেবা, বন্ধ ৩০০ বেশি ট্রেন

Kibria Ansary

Published: 19 July, 2024, 09:28 PM
কোটা বিরোধী আন্দোলনের জের: বাংলাদেশে 'শাটডাউন' রেল পরিষেবা, বন্ধ ৩০০ বেশি ট্রেন

ঢাকা, ১৯ জুলাই: ছাত্র বিক্ষোভের জের, বাংলাদেশে বন্ধ হল রেল পরিষেবা। দেশের সমস্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করল প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে আজ শুক্রবার বেলা দুইটা পর্যন্ত কোথাও কোনো ট্রেন চলাচল করেনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে কিছুই জানায়নি রেল। রেল সূত্রে খবর, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঢাকার ভেতরে কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন যাবেও না। কিন্তু বেশির ভাগ ট্রেনই ঢাকায় আসে। ফলে সারা দেশেই রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেলের এক কর্তা জানিয়েছেন, ট্রেন চলাচল করলে কোটা সংস্কার আন্দোলনকারীরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। এতে আন্দোলনকারীরা ইচ্ছামতো স্থানে ছোট-বড় জমায়েত করতে পারবে। রেল ব্যবহার করে যাতে আন্দোলনকারীরা সুবিধা নিতে না পারে, সে জন্যেই এমনটা করা হয়েছে।


সূত্রে জানা গিয়েছে, আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার মিলে সারা দেশে ৩০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। মালবাহী ট্রেন মিলে সারা দেশে সাড়ে ৩০০ এর বেশি ট্রেন চলাচল করে। গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। শুরুতে ছয়-সাত ঘণ্টা বন্ধ রাখা হয় বিভিন্ন স্থানে রেলপথ অবরোধের কারণে। এখন উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে ট্রেন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Due to anti-quota movement 'Shutdown' rail service in Bangladesh more than 300 trains stopped

Leave a comment