Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ: আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, হুঁশিয়ারি ডিবি হারুনের

Kibria Ansary

Published: 19 July, 2024, 03:27 PM
ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ: আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, হুঁশিয়ারি ডিবি হারুনের

ঢাকা, ১৯ জুলাই: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সকাল থেকেই উত্তপ্ত রাজধানী ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। পুড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীতে একাধিক পুলিশ বক্স। এই পরিস্থিতিতে এবার বিক্ষোভকারীদের কার্যত হুঁশিয়ারি দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) অতিরিক্ত কমিশনার (DB) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়।’ আন্দোলনকারীদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান।’

গতকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেওয়া যাত্রাবাড়ী, শনির আখড়া, কাজলা অঞ্চল এখনো শান্ত হয়নি। গতকাল হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাতভর চলে সংঘর্ষ। বৃহস্পতিবার সকালেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে যাত্রাবাড়ী অঞ্চলে। আবারও টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে। এদিকে কমপ্লিট শাটডাউনের মধ্যে রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। সব মিলিয়ে উত্তাল ঢাকায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

এদিন যাত্রাবাড়ী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের হারুন বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদ্রাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেবো না।’

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Student protests in Bangladesh We are testing patience warns DB Haroon

Leave a comment