Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কোটা সংস্কার বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ইমামা খাতুন

Published: 17 July, 2024, 03:49 PM
কোটা সংস্কার বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পুবের কলম,ওয়েবডেস্ক:  কোটা বিরোধী বিক্ষোভে উত্তপ্ত ওপার বাংলা। লক্ষ লক্ষ পড়ুয়া রাজপথে। আন্দোলনরত পড়ুয়া'দের ওপর নির্বিচারে চালানো হচ্ছে গুলি, জলকামান, কাদানে গ্যাস। এহেন পরিস্থিতিতে  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।  বুধবার (১৭ জুলাই) বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম।  তিনি জানান, সিন্ডিকেটের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস ছেড়ে যেতে পারে সেজন্য দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত সিডিউলে চলবে শাটল ট্রেন বলে জানান প্রক্টর।

কোটা সংস্কার আন্দোলনে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে সারা দেশে ৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শত শত শিক্ষার্থী। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সারা দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

Leave a comment