Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

রাজনীতিতে কামব্যাক গোবিন্দার, যোগ দিলেন একনাথ শিন্ডের ‘শিবসেনা’য়

Puber Kalom

Puber Kalom

Published: 03 June, 2024, 03:10 PM
রাজনীতিতে কামব্যাক গোবিন্দার, যোগ দিলেন একনাথ শিন্ডের ‘শিবসেনা’য়

পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউডের রঙিন দুনিয়া থেকে ফের রাজনীতিতে পা রাখলেন অভিনেতা গোবিন্দা। শিবসেনার একনাথ শিন্ডে শিবিরে যোগদান করলেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। তবে সেলেব দুনিয়ার পাশাপাশি রাজনীতিতে আসা গোবিন্দার নতুন কিছু নয়। ৬০ বছর বয়সী অভিনেতা গোবিন্দা আহুজা ২০০৪ সালে লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রবীণ বিজেপি নেতা রাম নায়েককে হারিয়ে জয়ী হন গোবিন্দা। বিগত পাঁচ বছর ধরে তিনি কংগ্রেসের হয়ে প্রচারাভিযান চালান।

২০২৪ লোকসভা নির্বাচনের আবহে বিগত ১৫ দিনের মধ্যে গোবিন্দা বেশ কয়েকবার শিন্ডের সঙ্গে বৈঠক করেছেন। গোবিন্দা জানিয়েছেন, আমাকে যে কাজই দেওয়া হোক না কেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। আমি ১৪ তম লোকসভার অংশ ছিলাম, ১৪ বছর পর, আমি ফের রাজনীতিতে ফিরে এসেছি। গোবিন্দ তাঁর ভাষণে মুম্বাইয়ের ফিল্ম সিটির নতুনভাবে সাজানোর কথা বলেন।

একনাথ শিন্ডে জানিয়েছেন, গোবিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও উন্নয়নের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে শিবসেনায় যোগ দিয়েছেন। কোনও শর্ত ছাড়াই শিবসেনায় এসেছেন তিনি’

Leave a comment